• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওষুধের পাতায় কেন খালি ঘর থাকে?

  অধিকার ডেস্ক    ২২ জুলাই ২০১৮, ১১:৩৫

ওষুধ
কখনও মনে প্রশ্ন এসেছে ওষুধের পাতায় কেন খালি ঘর থাকে?

ওষুধ কেনার সময় খেয়াল করলে দেখবেন যেসব পাতায় ওষুধ থাকে সেগুলোতে অনেক সময় খালি ঘর থাকে। কিন্তু কখনও আপনার মনে প্রশ্ন এসেছে কেন বড় একটা পাতার মাঝখানে একটা ওষুধ থাকে? অথবা কেন একটা ওষুধের পাতার চারকোনায় চারটি ফাঁকা ঘর থাকে?

অনেকের ধারণা, এই খালি জায়গাগুলো রাখা হয় যেন বাড়তি গ্যাস বা বাতাস শুধু ওষুধের মধ্যে প্রবেশ না করতে পারে। আবার অনেকে ভাবেন, একটা ওষুধের পাতায় একটা ওষুধ থাকলে সেগুলোর দাম বেশি। কিন্তু প্রচলিত এই ধারণাগুলো আসলে সঠিক নয়। কেন ওষুধের পাতায় এমন খালি জায়গা রাখা হয় সেটার একটা ব্যাখ্যা জানিয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগ।

তারা জানিয়েছে-

১। ওষুধের পাতায় ওষুধের নাম লিখতে, ওষুধ প্রস্তুত হওয়ার তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এসব লেখার জন্য ওষুধের পাতাগুলোতে খালি জায়গা রাখা হয়। ওষুধের প্যাকেটের পেছনে এইসব তথ্য লিখে প্রিন্ট করা হয়। আর যেসব প্যাকেটে একটি ওষুধ থাকে, সেখানে এই লেখা প্রিন্ট করার জন্য পুরো সমান জায়গা না রেখে চারটি বা দুটি খালি ঘর করা হয়।

২। অনেক ওষুধ একসাথে আনার সময় সেগুলো যেন অধিক চাপে নষ্ট না হয়ে যায় সেজন্য বড় ওষুধের প্যাকেটগুলোতে ফাঁকা ঘর রাখা হয়।

৩। এক ওষুধের সঙ্গে যেন অন্য ওষুধের রি-অ্যাকশন না হয় এ কারণে মাঝখানের জায়গাগুলোতে মূলত ফাঁকা ঘর রাখা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড