• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কঙ্গোয় বন্দুক হামলা : স্বাস্থ্যকর্মীসহ ১৫ জনের প্রাণহানি

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, ১৪:৪৯
কঙ্গোয় বন্দুক হামলা
(ছবি : প্রতীকী)

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে শনিবার (২০ অক্টোবর) অজ্ঞাত বন্দুকধারীদের করা হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। এ ঘটনায় নিহতদের মধ্যে ২ জন স্বাস্থ্যকর্মী ছিলেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

কঙ্গোর সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির পূর্বাঞ্চলের সেই হামলা স্থলে ইতোমধ্যে ইবোলা মহামারীর আকার ধারণ করলেও সেখানকার বিদ্রোহীদের আক্রমণের ফলে অঞ্চলটিতে আন্তর্জাতিক সহায়তা প্রদান ব্যাহত হচ্ছে।

এ দিকে গেল দুই সপ্তাহের পরিস্থিতি বিবেচনা করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-ডব্লিউএইচও’র বিশেষ একটি কমিটি বুধবার (১৭ অক্টোবর) বলেছিল, ‘খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ না করা হলে তাহলে এ মহামারী নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’

অন্যদিকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা উল্লেখ করেন, ‘শনিবার (২০ অক্টোবর) কঙ্গোর সেনা মেডিকেল ইউনিটের ২ স্বাস্থ্যকর্মীসহ মোট ১৪ জনকে হত্যা করা হয়েছে। এটি আমাদের জন্য ভীষণ মর্মভেদী কেননা, মানুষের সেবা নিশ্চিত করতে গিয়েই তাদেরকে প্রাণ বিসর্জন দিতে হলো। অন্তত সেবাকর্মীদের সবকিছুর ঊর্ধ্বে রাখা উচিৎ।’

উল্লেখ্য, সম্প্রতি কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৫২ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড