• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেক্সিকোকে বিধ্বস্ত করতে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা

  আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০১৮, ১৪:১০
মেক্সিকোয় হারিকেন উইলা
মেক্সিকোর দিকে ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা। (ছবিসূত্র : দ্য ওয়েদার চ্যানেল)

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ক্রমশ ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন উইলা। রবিবার (২১ অক্টোবর) এটি ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়টি ইতোমধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মার্কিন আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর এএফপি।

এ বিষয়ে সংবাদ সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, মিয়ামি ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) দেওয়া সতর্কবার্তায় বলা হয়, ‘অত্যন্ত ভয়ঙ্কর হারিকেন উইলা ক্রমশ দ্রুতবেগে আরও শক্তিশালী হতে থাকায় জনজীবনের জন্য তা চরম হুমকি বয়ে আনছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) নাগাদ এটি মেক্সিকোর দক্ষিণ-পশ্চিম এবং পশ্চিম-মধ্যাঞ্চলের বিভিন্ন অংশে আঘাত হানতে পারে।’

এ দিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঘণ্টায় প্রায় নয় কিলোমিটার বেগে ঝড়টি মেক্সিকোর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, ঝড়টি ক্রমেই শক্তিশালী হয়ে মেক্সিকোর দিকে ধেয়ে আসতে থাকায় দেশটির সরকারের পক্ষ থেকে উপকূলের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড