• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জার্মানিতে বিমান বিধ্বস্ত : শিশুসহ ৩ যাত্রী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ০৯:৫১
বিমান বিধ্বস্ত
জার্মানিতে বিমান বিধ্বস্ত। (ছবিসূত্র : বিবিসি)

জার্মানির হেসে রাজ্যের ফুলদা শহরের এয়ার ফিল্ডে হওয়া এক সেসনা বিমান বিধ্বস্তের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ বছর বয়সী এক শিশুসহ অন্তত তিন জন। রবিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকাল পৌনে চারটায় শহরটির নিকটবর্তী ওয়াসারকুপে পর্বতের এয়ার ফিল্ডে এই হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসি।

বিবিসি বলছে, বিমানটি অবতরণের সময় সম্পূর্ণ ব্যর্থ হলে এয়ার ফিল্ডের নিরাপত্তা বেষ্টনীতে আঘাত করে। যদিও সে সময় আবহাওয়া বেশ অনুকূল ছিল। তবে এই দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বিধ্বস্ত এই বিমানটি একটি ব্যক্তি মালিকানাধীন বিমান ছিল বলে জানা যায়।

এদিকে জার্মান দৈনিক বিল্ডে’র বরাতে বিবিসি জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় একটি শিশু এবং আরও দুইজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, সে সময় বিমানটিতে অবস্থান করা চার যাত্রী এবং এক প্রত্যক্ষদর্শীকে গুরুতর আহত হওয়ায় চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড