• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা হুমকি দিলো সৌদি আরব

  আন্তর্জাতিক ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ০৯:২৭
যুবরাজ সালমান এবং প্রেসিডেন্ট ট্রাম্প
সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। (ছবি : সম্পাদিত)

ভিন্ন মতাবলম্বী প্রখ্যাত সংবাদকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক জামাল খাশোগিকে হত্যার প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির জবাবে পাল্টা হুমকি দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে দেশটির বিরুদ্ধে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপিত হলে এর কঠোর প্রতিশোধ নেয়ারও ঘোষণা দিয়েছে সৌদি সরকার। খবর সৌদি প্রেস অ্যাজেন্সি।

সৌদি প্রেস অ্যাজেন্সি বলছে, সম্প্রতি তুরস্কে সৌদি কনস্যুলেটে প্রবেশের পর রাজপরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হন। আর এ ঘটনায় সৌদি আরব যদি জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরে প্রেসিডেন্ট ট্রাম্পের এ হুমকির জবাবে রবিবার (১৪ অক্টোবর) বিবৃতি দিয়ে সৌদি আরব বলছে, ‘সৌদির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যদি কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধেও শক্তিশালী উপায়ে প্রতিশোধ নেওয়া হবে। আমাদের রাজতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ধরনের ব্যবস্থা গৃহীত হলে এর প্রতিশোধ এমন শক্তিশালী উপায়ে নেওয়া হবে, যা অতীতে কেউ কখনো দেখেনি।’

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘সৌদি আরবকে খাটো করে দেখা এবং মার্কিন প্রশাসনের যে কোনো ধরনের হুমকির পরোয়া করে না রিয়াদ। এই হুমকি রাজনৈতিক চাপ প্রয়োগ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা অথবা মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি হোক না কেন।’

সেখানে আরও বলা হয়, ‘আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি, সৌদি আরবের বিরুদ্ধে এ ধরনের নিরর্থক প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি অবশ্যই তাদের পূর্বসূরিদের মতোই হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড