• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হল ভারত

  প্রসেনজিৎ দাস, ত্রিপুরা প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, ১৬:০৪
ছবি : ফাইল ফটো

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য হল ভারত। সবচেয়ে বেশি সংখ্যক ১৮৮টি ভোট পেয়ে মানবাধিকার রক্ষার জন্য গঠিত এই কাউন্সিলের সদস্য হওয়ার ছাড়পত্র মিলল। পরের বছর পহেলা জানুয়ারি থেকে সদস্য হিসাবে কাজ শুরু করবে ভারত। জাতিসংঘ সাধারণ সভার সদস্য ১৯৩টি দেশের ভোটের ভিত্তিতে নতুন কেউ এই কাউন্সিলের সঙ্গে যুক্ত হতে পারে।

এবারও তাই হল। ভোট পর্ব মেটার পর দেখা যায় ১৮টি দেশ সদস্য হওয়ার ছাড়পত্র পেয়েছে। সবচেয়ে কম ৯৭টি করে ভোট পেলেই কাউন্সিলে নাম লেখানো যায়। কিন্ত এদিন দৌড়ে থাকা অন্য সবাইকে বেশ কিছুটা পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট নিয়ে এশিয়া প্যাসিফিক ক্যাটাগরি থেকে সদস্য হল ভারত। ভারত ছাড়া এই একই ক্যাটাগরি থেকে আবেদন করেছিল বাহারিন, বাংলাদেশ, ফিজ্জি এবং ফিলিপিন্স।

জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে স্বতন্ত্র উপস্থিতির জন্যই এত সংখ্যক ভোট মিলেছে। এই সদস্য পদের মেয়াদ তিন বছর। এর আগে জেনিভার মানবাধিকার কাউন্সিলের সদস্য হয়েছিল ভারত।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড