• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

উগান্ডায় ভয়াবহ ভূমিধস : নিহত ৪০

বিলীন হয়ে গেছে স্কুল, নিখোঁজ ২ শতাধিক শিক্ষার্থী

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ২২:৩৫

উগান্ডায় ভূমিধস
উগান্ডায় ভয়াবহ ভূমিধসে বুদুদা জেলায় ৪০ জন নিহত হয়। ছবি : স্কাই নিউজ

আফ্রিকার দেশ উগান্ডায় ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত নিহত হয়েছে ৪০ জন, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে উদ্ধারকর্মীরা। দেশটির বুদুদা জেলায় টানা বর্ষণের ফলে ব্যাপক ভূমিধসে একটি স্কুলসহ বহু বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। ‘দা গার্ডিয়ান’

আঞ্চলিক পুলিশ মুখপাত্র সোয়েদ মনসুর জানায়, ‘শুক্রবার সকাল পর্যন্ত ৩৬ টি লাশ উদ্ধার করা হয়েছে। মালদুতে একটি প্রাথমিক বিদ্যালয়ে মাটির নীচে বিলীন হয়ে গেছে, ২০০ এরও বেশি শিক্ষার্থী নিখোঁজ। ব্যাপক ভূমিধসের ফলে উদ্ধার প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে, একটি সেতু মাটির নিচে চাপা পড়ায় ত্রাণবাহী যানবাহন দুর্গত অঞ্চলে প্রবেশ করতে পারছেনা।’

ছবি : স্কাই নিউজ

তবে, স্থানীয় গণমাধ্যম দাবি করছে, এখন পর্যন্ত ৪০ জন মারা গিয়েছে। নিখোঁজ রয়েছে ৪ শতাধিক মানুষ যার মধ্যে একটি স্কুলের ২০০ শিক্ষার্থী রয়েছে। গুরুতর আহত অবস্থায় কয়েক ডজন মানুষকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে উদ্ধারকর্মীরা জানায়।

রাষ্ট্রপতি ইয়োয়ারি মুসোভেনী একটি টুইটে লিখেছেন, ‘আমি বুদুদা জেলার ভূমিধসে বিপর্যয়ের দুঃখজনক খবর পেয়েছি, এখনও অনির্দিষ্ট সংখ্যক অধিবাসীদের নিখোঁজ রয়েছে। সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় রেসকিউ দল পাঠিয়েছে। বিপর্যয়ের মোকাবিলা করতে বিকল্প সমাধান খোজা হচ্ছে, যেকোন ধরনের সহায়তা প্রদানে আমরা বদ্ধপরিকর।’

ছবি : রয়টার্স

উগান্ডা রেডক্রসের মুখপাত্র ইরিনি নাকাশিতা এক বিবৃতিতে বলেন, ‘ভূমিধসে নিহতের সঠিক সংখ্যাটা আমরা জানিনা। আমাদের স্বেচ্ছাসেবী দল আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধার কাজ এগিয়ে নিতে।

তিনি আরও জানান, ভূমিধসের পর স্থানীয় মানুষজন আতঙ্কিত হয়ে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন। পুরো জেলায় এখনও প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। এ ধরণের ভূমিধসের ঘটনা আরও ঘটতে পারে। আসন্ন বিপদ থেকে বাঁচাতে ওই এলাকার মানুষদের পাশ্ববর্তী জেলাগুলোতে সরিয়ে নেয়ার ব্যবস্থা করছে সরকার।

ছবি : স্কাই নিউজ

সীমান্তবর্তী এ জেলাটিতে নিয়মিত ভূমিধসের ঘটনা ঘটে। ২০১০ এবং ২০১২ সালে দুটি ভয়াবহ ভূমিধসের ঘটনায় কমপক্ষে ১০০ জন মানুষ নিহত হন। এছাড়াও ব্যাপক ওই ভূমিধসের কারণে জেলাটির তিনটি গ্রাম বিলীন হয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড