• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুদণ্ড বাতিল হচ্ছে মালয়েশিয়ায়

বিশ্বব্যাপী ১৪২ টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড বাতিল
ছবি : ভাইস নিউজ

অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান নিষিদ্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া, দেশটির পরবর্তী সংসদীয় অধিবেশনেই এ নিয়ে আলোচনা করা হবে বলে দেশটির গণমাধ্যমে সংবাদ প্রচার করে বুধবার (১০ অক্টোবর)। এর ফলে দেশটিতে ফাঁসি কার্যকরের অপেক্ষায় থাকা সাজাপ্রাপ্তদের দণ্ড স্থগিত রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

মালয়েশিয়ার কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও বৃহস্পতিবার জানায়, ‘মন্ত্রিসভা মৃত্যুদণ্ড বাতিলে সম্মত হয়েছে। খুব শিগগিরই আইন সংশোধন করা হবে। কাগজপত্র সব চূড়ান্ত পর্যায় আছে।’ ‘এএফপি’

মালয়েশিয়ান সংসদ ভবন। ছবি : এএফপি

তিনি আরও জানান, ‘অ্যাটর্নি জেনারেলও জানিয়েছে যে এখন বিলটি উত্থাপনের জন্য প্রস্তুত। মন্ত্রী বলেন, যেহেতু আমরা মৃত্যুদণ্ড বাতিল করতে যাচ্ছি। তাই অপেক্ষায় থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা দেওয় হবে না। আমরা পারডন বোর্ডকে তাদের কাছে জমা পরা আবেদন নিয়ে পর্যালোচনার করার জন্য জানাবো।’

মানবাধিকার সংস্থাগুলো মালয়েশিয়ার এই সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, এটি একটি দারুণ অগ্রগতি হবে, তবে সরকারকে ‘সকল অপরাধের জন্য মৃত্যুদণ্ডের সাজা সম্পূর্ণরূপে বাতিল করা উচিত’। এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ার মানবাধিকার রেকর্ডে মৃত্যুদণ্ড ‘জঘন্য কালিমা’ হয়ে আছে এমনকি মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের প্রায়শই তাদের আপিল প্রক্রিয়া করার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হয়।

ছবি : এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

মানবাধিকার দলের মহাসচিব কুমির নাঈদু এক বিবৃতিতে বলেন, অপচয় করার মতো কোনো সময় নেই, অনেক আগেই ইতিহাসের বই থেকে মৃত্যুদণ্ডের বিধান মুছে ফেলা উচিত ছিল। বিশ্বব্যাপী ১৪২ টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে। ‘ব্লুমবার্গ’

বর্তমানে মালয়েশিয়ায় মাদক পাচার ও হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। মৃত্যুদণ্ড বাতিল করতে দেশটির সরকারের নেয়া এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিদেশি কূটনীতিক। সোমবার দেশটির সংসদে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাতিল করতে প্রস্তাবিত একটি বিল উত্থাপন করা হলে সরকারি দল এ নিয়ে আলোচনা করে।

‘সকল ধরনের মৃত্যুদণ্ড স্থায়ীভাবে বাতিল করা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব ধরনের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানান মালয়েশিয়ার আইনমন্ত্রী লুই ভুই কিওং। ‘চ্যানেল নিউজ এশিয়াকে’

১০ অক্টোবর মালয় বিশ্ববিদ্যালযে ‘আইন সংস্কার আলোচনা‘ চলাকালে আইনমন্ত্রী ডাটুক লুই ভুই কিওং বক্তৃতা দেন। ছবি : টুডে অনলাইন

মালয়েশিয়ায় হত্যা, অপহরণ, মাদক চোরাচালান এবং রাষ্ট্রদ্রোহীতাসহ এ ধরনের অপরাধের কারণে প্রত্যেক বছর দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড