• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সৌদি সামরিক নৌযান ধ্বংস করেছে বিপ্লবী হুথি : কেউ বেঁচে নেই

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ১৮:৪৯
জাহাজ
ছবি: প্রতীকী

সৌদি বাহিনীর একটি সামরিক নৌযান ধ্বংস করেছে ইয়েমেনের বিপ্লবী হুথি আনসারুল্লাহ বাহিনী। হামলায় ওই যানে অবস্থান করা সবাই নিহত হয়েছেন।

বুধবার মিদি উপকূলে হামলা চালানো হয়েছে। দেশটির বিপ্লবী হুথি আনসারুল্লাহ বাহিনী এ হামলা চালায় বলে জানিয়েছে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, লোহিত সাগর উপকূলবর্তী কৌশলগত হোদায়দা শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত দুই দিনে ৮৬ ব্যক্তি নিহত হয়।

বন্দরনগরী হোদায়দায় সৌদি জোটের বিমান হামলার জবাবে হুথি যোদ্ধারা এ হামলা চালিয়েছে। তবে সৌদি জোটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়া হয়নি।

বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার (৯ অক্টোবর) জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান হোদায়দা বন্দরের কাছে একটি এলাকা, দুটি ফার্ম এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের দুটি প্রশিক্ষণ শিবিরের ওপর বোমাবর্ষণ করলে গত ৪৮ ঘণ্টায় এসব ব্যক্তি প্রাণ হারায়। এ বিমান হামলায় ৭৯ জন হুথি যোদ্ধা ও ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয় বলে জানিয়েছে উদ্ধারকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড