• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাহরাইনে ভবন ধস : ৪ বাংলাদেশির মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৮, ১৫:২৭
বাহরাইনে বাংলাদেশির মৃত্যু
বাহরাইনে ভবন ধসে ৪ বাংলাদেশির মৃত্যু। (ছবিসূত্র : ভাজু ডটকম)

বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবন ধসের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪ বাংলাদেশি। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২৫ জন। ধারণা করা হচ্ছে, মূলত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটতে পারে। খবর ওয়াশিংটন পোস্ট।

এদিকে দেশটির পুলিশের বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, রাজধানী মানামার একটি ভবন ধ্বসের ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এ ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করে স্থানীয় ফায়ার সার্ভিস।

এ বিষয়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানী মানামার পার্শ্ববর্তী সালমানিয়ার একটি পুরাতন ভবন ধ্বসে যায়। সে সময় এ হতাহতের ঘটনা ঘটে। তিন তলা এই ভবনটিতে অনেক বিদেশি শ্রমিক থাকতেন।

পুলিশের মতে, ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মূলত এ কারণেই মৃতের সংখ্যা সামনে আরও বাড়তে পারে।

এ দুর্ঘটনা ঘটার পরপরই আগুন নেভানোর সরঞ্জাম এবং অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় অন্তত ৬০ জনের একটি উদ্ধারকারী দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড