• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইউরোপকে তুরস্কের বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে : এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

১০ অক্টোবর ২০১৮, ১১:৩০
তুরস্কের ইউরোপীয় ইউনিয়নে সদস্য পদ লাভের বিষয়ে এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। (ছবিসূত্র : আল-জাজিরা)

ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের সদস্য পদ প্রসঙ্গে সংস্থাটিকে এখনই যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। বর্তমানে হাঙ্গেরি সফররত এরদোগান সোমবার (৮ অক্টোবর) বুদাপেস্টে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, ‘১৯৬৩ সালে এ বিষয়ে আলোচনা শুরু হয়েছে আর এখন চলছে ২০১৮ সাল। সদস্যপদ প্রত্যাশী আর কোনো দেশের বিষয়ে এমনটা কখনো হয়নি।’

সে সময় তুর্কি প্রেসিডেন্ট আরও বলছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের জন্য আমরা আর কোনো অপেক্ষা করতে চাই না। আমি স্রেফ জানিয়ে দিতে চাই যে, এ বিষয়ে ইউরোপকে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তারা তুরস্ককে এই সদস্য পদ দিবে কি না।’

উক্ত সংবাদ সম্মেলনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘হাঙ্গেরি তুরস্কের সদস্য পদ লাভের বিষয়ে সব সময়ই নিজেদের সমর্থন দিয়ে আসছে। তবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা আসলে কী চাই। তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আমাদের প্রকৃত পন্থা খুঁজে বের করতে হবে। এখন আমরা যা করছি তা ন্যায় সঙ্গত নয়।’

উল্লেখ্য, তুরস্কের সদস্যপদ লাভের বিষয়ে হাঙ্গেরিকে তাদের সমর্থন প্রদানের জন্য ধন্যবাদ জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলছেন, ‘এই সমর্থন আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড