• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চিড়িয়াখানায় বাঘের আক্রমণে রক্ষকের মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ অক্টোবর ২০১৮, ১২:৫১
চিড়িয়াখানায় বাঘের আক্রমণে
ছবি : প্রতীকী

জাপানের দক্ষিণাঞ্চলের একটি চিড়িয়াখানায় হোয়াইট টাইগারের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক পশু রক্ষক। মঙ্গলবার (৯ অক্টোবর) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে এএফপি জানায়, সে সময় চিড়িয়াখানার একজন রক্ষককে বাঘের খাঁচার ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এএফপি বলছে, সোমবার (৮ অক্টোবর) স্থানীয় রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী কাগোশিমার হিরাকাওয়া জুলজিক্যাল পার্কে এমন মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় ৪০ বছর বয়সী সেই পশু রক্ষক আঁকিরা ফুরুশোর গলা থেকে অনবরত রক্ত ঝরতে দেখা যায়।

কর্মকর্তারা জানান, খাঁচার ভেতর ঢুকে বাঘকে খাবার দিতে গেলে একটি বিরল প্রজাতির ওয়াইট টাইগার তাকে আক্রমণ করে। পরে বাঘটিকে ট্রাঙ্কিলাইজার গান দিয়ে শান্ত করা হয়।

উল্লেখ্য, বাঘটির বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি। তবে বর্তমানে চিড়িয়াখানায় অন্তত চারটি হোয়াইট টাইগার রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড