• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

এরদোয়ানকে কাতার আমিরের বিলাসবহুল বোয়িং বিমান উপহার

বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমানটির মূল্য প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা

  অধিকার ডেস্ক    ১৪ সেপ্টেম্বর ২০১৮, ২২:১১

বোয়িং ৭৪৭-৮
এরদোয়ানকে দেয়া কাতার আমিরের উপহার। ছবি : এসসিএফ।

বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্র পরিচালিত সম্প্রচার ব্রডকাস্ট মাধ্যম ‘টিআরটি হ্যাবারের’ একটি প্রতিবেদন জানায়, তুর্কি রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ উপহার দেয়।

বৃহস্পতিবার বিলাসবহুল এই বিমানটি তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে। ৪শ মিলিয়ন ডলার বা ৩ হাজার ৪শ কোটি টাকা মূল্যের বিলাসবহুল বিমানটি তুর্কি বিমান বহরে সংযুক্ত অত্যন্ত বিলাসবহুল ও উচ্চগতিসম্পন্ন বিমান।

বিলাসবহুল বিমানটির ভেতরের দৃশ্য। ছবি:এসসিএফ।

শেখ তামিম বিন হামাদ আল-থানির উপহার দেয়া বিশেষভাবে সজ্জিত বিমানটিতে প্যানাসনিকের তৈরি শক্তিশালী এন্টারটেইনমেন্ট সিস্টেম, ক্যামেরা ও নিরাপত্তা ব্যবস্থাও আছে। বিমানটিতে বিশাল পরিসরের স্টেটরুম (অভ্যর্থনা কক্ষ), লাউঞ্জ, বোর্ডরুম, প্রথম শ্রেণির বসার জায়গা এবং নিজস্ব হাসপাতাল রয়েছে। এটাতে ৭৬ জন যাত্রী ও ১৮ জন ক্রু সদস্যসহ ৯৪ জন আরোহী পরিবহনের জন্য নকশা করা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড