• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান জনসম্মুখে আনলো ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

২১ আগস্ট ২০১৮, ১৪:২৭
নিজেদের তৈরি যুদ্ধবিমান জনসম্মুখে আনলো ইরান
ছবি : প্রতীকী

ইরানের প্রতিরক্ষা দিবসের একদিন আগে নিজেদের তৈরি অত্যাধুনিক একটি যুদ্ধবিমান প্রদর্শন করেছে দেশটি। মঙ্গলবার (২১ আগস্ট) ইরানের এ যুদ্ধবিমান সম্পর্কিত তথ্য জনসম্মুখে আনা হয়। খবর রয়টার্স।

রয়টার্স বলছে, ‘কওসার’ নামের যুদ্ধবিমানটি চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক একটি বিমান। এতে অত্যাধুনিক মাল্টিপারপাস ও অ্যাভিওনিক্স রাডার রয়েছে। এরই মধ্যে বিমানটি পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করা হয়েছে। তবে যদিও তা প্রকাশ্য ফ্লাইটের অপেক্ষায় আছে।

সংবাদে আরও বলা হয়, অস্ত্র আমদানিতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা থাকার সময় ইরান নিজস্ব এ সমরাস্ত্র শিল্প গড়ে তুলেছে। ইরানের পারমাণবিক চুক্তি সংস্কারের দাবিতে গত ৭ আগস্ট দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্র। সে নিষেধাজ্ঞায় মার্কিন ডলার সংগ্রহের ক্ষেত্রে ইরানকে বাধা দেওয়া, তাদের মূল্যবান ধাতুর বাণিজ্য ও দেশটির অটোমোবাইল সেক্টরের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।

এর আগে গত শনিবার (১৮ আগস্ট) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির হাতামি জানান, বিমানটি বুধবার অবমুক্ত করা হতে পারে।

উল্লেখ্য, আগামী বুধবার (২২ আগস্ট) দেশটির জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস। যদিও ইরানের যুদ্ধবিমান নির্মাণ পরিকল্পনার বিস্তারিত কোনও তথ্য এখনো জানানো হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড