• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করবে আঙুর!

  অধিকার ডেস্ক    ১০ অক্টোবর ২০১৮, ১৫:২২

ক্যান্সার সারাতে উপকারি 'আঙুর'

আঙুর ফল অপছন্দের তালিকায় থাকে অনেকের। কেউ কেউ আবার ভাবেন অতিরিক্ত আঙুর খেলে নাকি নেশা হয়। তবে গবেষকরা কিন্তু বলছেন ভিন্ন কথা। আঙুরের খোসা, বিচি ইত্যাদি আপনাকে রক্ষা করতে পারে ফুসফুস ক্যান্সারের হাত থেকে।

ফুসফুস ক্যান্সারের বিষয়টি নিয়ে নিশ্চিত হতে দুই দল ইঁদুরের ওপর একটি পরীক্ষা চালানো হয়। এতে দেখা যায় আঙুর খাওয়ার ফলে প্রতিটি ইঁদুরের মধ্যে টিউমারের প্রবণতা ৪৫ শতাংশ কমেছে। এই পরীক্ষার বাইরে থাকা ইঁদুরের কোনো উন্নতি হয়নি।

ইঁদুরগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করা হয়। ২৬ সপ্তাহ ধরে চালানো এই পরীক্ষায় এ তথ্যটি উঠে আসে যে আঙুরের বিচি ও খোসা ফুসফুস ক্যান্সার প্রতিরোধ করতে পারেন। একই পদ্ধতি মানবদেহের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন গবেষকরা।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড