• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাস্তার মাঝে সাদা-হলুদ দাগের রহস্য

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ১৭:২২

মহাসড়ক
ছবি : সংগৃহীত

সড়ক পথ দিয়ে যাওয়ার সময় আমরা দেখা পাই রাস্তার মাঝে হলুদ বা সাদা দাগ রয়েছে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই দাগ কেন? অবশ্যই কোনো কারণ রয়েছে। যাত্রীরা এই দাগ সম্পর্কে না জানলেও চালকদের এ সম্পর্কে জানতে হয়।

রাস্তা পার হওয়ার সময় অনেকেই নিয়ম মানে আবার অনেকেই নিয়ম মানে না। আর ব্যস্ত রাস্তায় পারাপার মানেই জেব্রা ক্রসিং ধরে পার হতে হয়। সহজ কথায় জেব্রা ক্রসিং বলতে আমরা বুঝি পথচারী রাস্তা পার হবার জন্য রাস্তার মাঝে আড়াআড়ি যে দাগ দেয়া হয় তাকেই জেব্রা ক্রসিং বলে। কিন্তু প্রশ্ন হলো চলার পথে রাস্তায় টানা হলুদ ও সাদা লাইন কেন দেওয়া হয়?

চলার পথে কখনো কি চিন্তা করেছেন? এর মানে কী? কিন্তু যারা গাড়ি চালান তাদের অনেকেই হয়তো বিষয়টি জানেন। তবে গাড়ি চালাতে না জানলেও এ ব্যাপারে জানতে পারেন যে কেউ। অন্তত পক্ষে পুলিশের জরিমানা এড়াতে জানা প্রয়োজন। শুধু জরিমানা নয়, নিজের নিরাপত্তার জন্যই বিষয়টি জেনে রাখা জরুরি। কারণ যে হারে সড়ক দুর্ঘটনা বাড়ছে, তাতে এমন আশঙ্কা থেকেই যায়।

এবার আসা যাক মূল বিষয়ে- আপনি রাস্তার কোথায় ওভারটেক করতে পারবেন, আর কোথায় পারবেন না, ভাঙা ভাঙা সাদা লাইন দেখলে ওই রাস্তায় আপনি লেন বদলাতে পারেন। কিন্তু তা সাবধানে, সতর্কতার সঙ্গে করতে হবে। আর যদি রাস্তায় টানা হলুদ দাগ থাকে তাহলে ওই রাস্তায় ওভারটেক করার অনুমতি দেয়। তবে হলুদ লাইন ক্রস করে বের হতে পারবেন না। আর দুটো হলুদ লাইন পাশাপাশি সমান্তরালভাবে গেলে আপনি কোনোভাবেই লাইনের বাইরে বের হতে পারবেন না।

এ বিষয়টি জানার পর সচেতন হয়ে যাওয়া ভাল। জেনে যাওয়ার পর যাতে কোনোভাবেই আর ভুলটা না হয়। সড়ক নিরাপদ হলে আপনিও নিরাপদ। আপনি নিরাপদ হলে সড়কও নিরাপদ হবে।

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড