• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবি’র বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন নেতৃত্বে শিহাব-সুজন

  শাবি প্রতিনিধি

১৬ অক্টোবর ২০১৮, ১২:১৪
বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন কমিটি
সভাপতি শিহাব, সম্পাদক সুজন (ছবি : দৈনিক অধিকার)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নতুন কমিটিতে শিহাব উদ্দীন আহমেদকে সভাপতি ও সুজন খানকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৪ অক্টোবর (রবিবার) ঢাকাস্থ কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রূপম ও সাধারণ সম্পাদক সাকিব মজুমদার স্বাক্ষরিত দলীয় প্যাডে আগামী ১ বছরের জন্য শাবিপ্রবি শাখা (সিলেট) ৫৬ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়। এছাড়া আগামী দু’ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি হামিদুর রহমান, শ্বাশত দাস মান্না, হুমায়ুন কবির শাহান, শোয়েব আহমেদ, বশির আহমেদ, রফিকুল ইসলাম ভূঁইয়া, ইরশাদুল ইসলাম মোর্শেদ, মাসুদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, মো মহিউদ্দীন রুবেল, নাজমুস সায়াদাত নাসিম, রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক অনিরুদ্ধ দেব রায় অমিয়, মোফাজ্জল ইসলাম মুভি, সুব্রত বিশ্বাস, আশহাব কবির চৌধৃরী, মো সবুজ, মাসুম আহমেদ আকাশ, নাজমুল ইসলাম অভি, মামুন আহমেদ, শাহিদ কারজার, আমিরুর ইসলাম, দপ্তর সম্পাদক মো ইয়াসিন হোসেন, সহদপ্তর সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক সাইফুর রহমান সাইফ, সহপ্রচার সম্পাদক ইমন সর্দার, অর্থ সম্পাদক আহমেদ ইমতিয়াজ কামাল, সহঅর্থ সম্পাদক সঞ্জয় সাহা, ক্রীড়া সম্পাদক মোস্তাক শাকিল, সহক্রীড়া সম্পাদক আতিক খান মুন্না।

এছাড়া আইন বিষয়ক সম্পাদক রাহাত সিদ্দিকী, সহআইন বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম, সহতথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো ইজাজ আহমেদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনতোষ দে বাধন, সহগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক স্বর্ণা তালুকদার, পরিবেশ বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন রিয়াদ, সহপরিবেশ বিষয়ক সম্পাদক রাফসান আহমেদ।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক হলেন মো. সাব্বির হোসেন, সহআপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক মো. জুনায়েদ শেখ, সহসাহিত্য বিষয়ক সম্পাদক জীবন আহমেদ, ত্রাণ বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, সহত্রাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান রাফি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সুমন সরকার, সহমুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহান আহমেদ, মানব কল্যাণ বিষয়ক সম্পাদক দেবাশীষ সরকার, সহমানব কল্যাণ বিষয়ক সম্পাদক হৃদয় তালুকদার, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক লামি চৌধুরী, সহগণযোগাযোগ বিষয়ক সম্পাদক নাদিম মাহমুদ তন্ময়, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ফাহিম আহসান চৌধুরী, সহশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে সাইফ আলী বাবু নির্বাচিত হয়েছেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড