• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাবিতে দুর্গাপূজার ছুটি শুরু

  রাবি প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, ১৮:৫২
রাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

পবিত্র দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (১৫ অক্টোবর) থেকে ছুটি শুরু হচ্ছে।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৬ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। প্রসঙ্গত ক্লাসসমূহ ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ আছে।’

এদিকে, ১৯ অক্টোবর শুক্রবার এবং ২০ অক্টোবর সাপ্তাহিক ছুটির দিন থাকায় ঐ দুইদিনও বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকছে। ২২ ও ২৩ অক্টোবর (সোম ও মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকার ফলে ১৫-২৩ অক্টোবর পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকছে।

এ বিষয়ে জনসংযোগ দপ্তর প্রশাসকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘পূজার জন্য একাডেমিক কার্যক্রম ১৫-১৮ তারিখ বন্ধ থাকছে। এরপর দুদিন সাপ্তাহিক ছুটি। আবার ২১-২৩ তারিখ পর্যন্ত আমাদের ভর্তি পরীক্ষার প্লানিং ছুটি থাকবে।’

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড