• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

শাবিতে সুষ্ঠভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন

  শাবি প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, ২০:২৬
পরীক্ষা
শাবির ভর্তি পরীক্ষা (ছবি: সংগৃহীত)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় 'এ' ইউনিট এবং দুপুর আড়াইটায় 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রসহ সিলেট নগরীর মোট ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রের হল পরিদর্শন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ভর্তি কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আহমদ বিভিন্ন পরীক্ষা পরিদর্শন কেন্দ্রে উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের ভিড় (ছবি: দৈনিক অধিকার)

পরিদর্শন শেষে শাবি উপাচার্য বলেন, কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিলো বলেও জানান তিনি। এ সময় তিনি ভর্তি কমিটি, উপ-কমিটিসহ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানান।

এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী আবেদন করেন। ১৭০৩টি আসনের বিপরীতে এবার আবেদন করেন ৭৬১৭৯ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ৪৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। ‘এ’ ইউনিটে পৃথকভাবে ২৮৮৪৯ জন, ‘বি-১’ ইউনিটে ৪৩৯৪০ জন এবং ‘বি-২’ ইউনিটে ৩৩৯০ জন আবেদন করেন বলে জানা গেছে।

বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা (ছবি: দৈনিক অধিকার)

প্রাকৃতিক সমস্যা ও বৃষ্টিজনিত কারণে দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের বিভিন্ন বিড়ম্বনা ভোগ করতে হয়েছে। বৃষ্টির ভোগান্তির সাথে ছিল পরিবহন সমস্যার ভোগান্তি। ভর্তি পরীক্ষায় যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা ও জালিয়াতি ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শৃঙ্খলা কমিটি, পুলিশ প্রশাসনসহ দুটি মোবাইল কোর্ট কাজ করেছে বলে জানান ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক জহির উদ্দীন আহমদ।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড