• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এমপিও তালিকায় নাম না আসায় শিক্ষকের আত্মহত্যা 

  সাতক্ষীরা প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৮, ২১:১৩
আত্মহত্যা
ছবি : প্রতীকী

সাতক্ষীরার তালা উপজেলায় এমপিও তালিকায় নাম না আসায় বিষপান করে আত্মহত্যা করেছেন বিধান চন্দ্র ঘোষ (৪২) নামে এক শিক্ষক। মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে তিনি বিষপান করলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত বিধান চন্দ্র ঘোষ তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাঁতী বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) এবং দৌলতপুর গ্রামের মৃনাল কান্তি ঘোষের ছেলে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম ও নিহতের স্বজনরা জানান, ওই বিদ্যালয়ে ২০০২ যোগদান করে অদ্যাবদি সুনামের সাথে শিক্ষকতা করে আসছিলেন। কিন্তু ২০১৬ সালে বিদ্যালয়ের মিনিস্ট্রি অডিটের সময় তার সনদ সংক্রান্ত ত্রুটি দেখা যায়। তিনি নিয়মিত বেতনও উত্তোলন করে আসছিলেন। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও শিটে তার নাম না থাকার রাত আটটার দিকে অভিমান ও লোক লজ্জার ভয়ে তিনি বিষপান করেন।

আপনার ক্যাম্পাসের নানা ঘটনা, আয়োজন/ অসন্তোষ সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড