• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

১০ প্রকল্পে ৫৮৮ কোটি ২৮ লাখ টাকা ঋণ দেবে এআইআইবি ব্যাংক

  অধিকার ডেস্ক    ২০ অক্টোবর ২০১৮, ১০:৩৮

এআইআইবি
অবকাঠামো উন্নয়নে ঋণ দেবে এআইআইবি ব্যাংক (ছবি : ইন্টারনেট)

অবকাঠামো উন্নয়নে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) এর কাছে ১৭৩ কোটি ৬৭ লাখ ডলার বা স্থানীয় মুদ্রায় ১৪ হাজার ৫৮৮ কোটি ২৮ লাখ টাকা ঋণ চেয়েছে বাংলাদেশ। ১০টি প্রকল্পের বাস্তবায়নের জন্য এ ঋণ চাওয়া হয়।

প্রকল্পগুলোর অর্থায়নে ইতোমধ্যেই দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। আলোচনা শেষে খুব তাড়াতাড়ি এ ঋণ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

২০১৬ সালের জুনে সংস্থাটি প্রথম অনুমোদন দেয় ‘ডিস্ট্রিবিউশন সিস্টেম আপগ্রেড অ্যান্ড এক্সপানশন’ প্রকল্পটি। প্রকল্পটির অনুকূলে অনুমোদিত ঋণের পরিমাণ ১৬ কোটি ৫০ লাখ ডলার, বা ১ হাজার ৩৮৬ কোটি টাকা।

এরপর ২০১৭ সালের মার্চে অনুমোদন দেয়া হয় জ্বালানি খাতের ‘ন্যাচারাল গ্যাস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইফিশিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ নামের দ্বিতীয় প্রকল্পটি। এ প্রকল্পে ঋণের পরিমাণ ছিল ৬ কোটি ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা।

সর্বশেষে বিদ্যুৎ খাতের ‘বাংলাদেশ ভোলা আইপিপি’ প্রকল্পে বাংলাদেশকে ঋণ অনুমোদন দিয়েছে এআইআইবি। এ প্রকল্পে ৬ কোটি ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা ঋণ দিয়েছে।

ইআরডি সূত্র জানায়, বর্তমান প্রস্তাবিত ১০ প্রকল্প হচ্ছে। এগুলো হচ্ছে-

অধিকাংশ প্রকল্পের বিষয়েই এআইআইবি’র মিশন বাংলাদেশ ঘুরে গেছে। বর্তমানে ঋণ অনুমোদন প্রক্রিয়াকরণ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে এআইআইবির এশিয়া উইংয়ের প্রধান মো. জাহিদুল হক বলেন, বাংলাদেশে এ মুহূর্তে সবচেয়ে বড় গুরুত্বের জায়গা হল অবকাঠামো উন্নয়ন। নতুন এই উৎস থেকে ঋণ পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

২০১৬ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত এই ব্যাংকটির সদস্য সংখ্যা বাংলাদেশসহ ৮৭টি। এখন পর্যন্ত সদস্য দেশগুলোর মধ্যে মোট ৩২টি প্রকল্পে ৬৩০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য তিনটি প্রকল্পে অনুমোদিত মোট ঋণের পরিমাণ ২৮ কোটি ৫০ লাখ ডলার বা ২ হাজার ৩৯৪ কোটি টাকা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড