• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ইলিশ মাছ ধরায় ৪১ জেলে আটক

  ভোলা প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৮, ১৯:৫২
ছবি : সংগৃহীত

নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার তিন উপজেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে মা ইলিশ শিকার করায় ৪১ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে ৫০ কেজি মা ইলিশ ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৭ জনকে এক বছর করে করাদণ্ড ও ৪ জনকে ৫ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আসাদুজ্জামান জানান, শুক্রবার (১২ অক্টোবর) ভোর রাত থেকে দুপুর পর্যন্ত মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা পৃথক পৃথক অভিযান চালিয়ে ভোলা সদর থেকে ২২ জন, বোরহানউদ্দিন থেকে ৩ জন,দৌলতখান থেকে ১১ জন ও লালমোহন থেকে ৫ জন জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩৭ জন জেলেকে ১ বছর করে কারাদবন্ড ও বাকী ৪ জন জেলের বয়স কম হওয়ায় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জড়িমানা করা হয়। এছাড়াও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এছাড়া জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরন করা হয়।

উল্লেখ্য, ৭ থেকে ২৮ অক্টোবর ইলিশ প্রজনন মৌসুম হওয়ায় নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন করার উপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

অপরাধের সূত্রপাত কিংবা ভোগান্তির কথা জানাতে সরাসরি দৈনিক অধিকারকে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড