• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নাজমুল হুদার বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানি মামলা

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ২১:৪৭
নাজমুল হুদা
ব্যারিস্টার নাজমুল হুদা (ফাইল ছবি)

সাবেক বিএনপি নেতা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। দশ হাজার কোটি টাকার মানহানি মামলাটি করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম।

মঙ্গলবার (৯ অক্টোবর) মিথ্যা ও মানহানিকর অভিযোগ করার পরিপ্রেক্ষিতে তা প্রত্যাহার না করা এবং ক্ষমা না চাওয়ায় ঢাকার যুগ্ম জেলা প্রথম আদালতে এ মামলা করা হয় (মামলা নং ১২৫/২০১৮)।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-১ আসনের এমপি ও জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে করা মামলায় অ্যাডভোকেট সালমা ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন বলে দাবি করা হয়।

অক্টোবরের ৩ তারিখে এ মিথ্যা ও মানহানিকর অভিযোগ প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার জন্য বর্তমান বিএনএ সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাকে অ্যাডভোকেট সালমা ইসলামের পক্ষে তার আইনজীবী মো. জিয়াউল হক উকিল নোটিশ দেন। নির্ধারিত সময় চলে যাওয়ার পরও ক্ষমা না চাওয়ায় এই মামলা করেন সালমা ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড