• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভোলায় ৩ নারীকে সম্মাননা

  ভোলা প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, ১৬:৪৪
নাহানুর বেগম, জোসনা বেগম ও লিটু রানী
ভোলায় সম্মননা পাওয়া শিক্ষক নাহানুর বেগম, নারী উদ্যোগতা জোসনা বেগম ও লিটু রানী ( ছবি : দৈনিক অধিকার )

নারী উন্নয়নে অগ্রযাত্রায় অবদান রাখার জন্য ভোলায় ৩ নারীকে সম্মাননা দিয়েছে কোস্ট ট্রাস্ট নামে একটি বেসরকারি সংগঠন। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সোমবার (১৫ অক্টোবর) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ওই ৩ নারীকে এ সম্মাননা প্রদান করা হয়।

এরা হলেন- মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহানুর বেগম, নারী উদ্যোগতা জোসনা বেগম, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় লিটু রানী।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ইকবাল হোসেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী, বাল্যবিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধের সভাপতি অ্যাডভোকেট শাহাদাত সাহিন, কোস্ট ট্রাস্ট এর ইকোফিস এর প্রকল্প সম্বনয়কারী মো. জহিরুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে প্রেস ক্লাব চত্বরে “পারিবারিক আয়ে নারীর অধিকার ভিত্তিক ন্যায্যতা নিশ্চিত কর” এই স্লোগানকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড