• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরাজগঞ্জে মা ইলিশ রক্ষায় ফের ১১ জেলের কারাদণ্ড

  সিরাজগঞ্জ প্রতিনিধি

১৫ অক্টোবর ২০১৮, ১৪:৪২
সিরাজগঞ্জ
ছবি : দৈনিক অধিকার

সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ নিধনের দায়ে ১১ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদেণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১৪ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাৎক্ষণিক সাজাপ্রাপ্ত জেলেদের নাম পরিচয় জানা যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের মতো রবিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা নদীর উমারপুর ও বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬টি কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছসহ ওই ১১ জেলেকে আটক করা হয়।

পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। জব্দ মাছ স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড