• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাঁচতে চান ব্লাড ক্যান্সারে আক্রান্ত সোহাগ 

  এসএম ইউসুফ আলী

১৪ অক্টোবর ২০১৮, ১৭:৫৩
আজিজুল হক সোহাগ
ব্লাড ক্যান্সারে আক্রান্ত আজিজুল হক সোহাগ

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার আজিজুল হক সোহাগ (৩১) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ভেলোরে সিএমসি (ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে হেমাটোলজি বিভাগের ডা. কুলকারানী উদয় প্রকাশের অধিনে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সোহাগের বন্ধু নাজিম উদ্দীন জানায়, জেলার ছাগলনাইয়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের (দক্ষিণ সতর নদীর কুল) আমির উদ্দিন ভূঁইয়া বাড়ির মৃত রবিউল হকের ছেলে আজিজুল হক সোহাগ।

চার ভাই ও তিন বোনের অভাবের সংসারে খরচ মেটাতে ২০১২ সালে সোহাগ ওমানে পাড়ি জমান। ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে যাওয়ার ২ বছরের মাথায় তার শরীরে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধতে থাকে। হঠাৎ শারীরিক অসুস্থ হয়ে পড়লে দেশে চলে আসে সোহাগ।

কিছুদিন আগে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করতে গেলে ডাক্তাররা তার শরীরের রক্তে ক্যান্সারের জীবাণু খুঁজে পায়। তার অবস্থা আশঙ্কাজনক হলে চলতি সেপ্টেম্বরের ১৯ তারিখ ভারতের ভেলোরে সিএমসি হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

চিকিৎসকরা জানান, তাকে পুরোপুরি সুস্থ করতে হলে এখানে টানা ৬ মাস থাকতে হবে। তার চিকিৎসার জন্য প্রায় ৮ লাখ টাকা প্রয়োজন বলে জানায় চিকিৎসকরা। তার পরিবারের পক্ষে এত টাকা ব্যয় করা সম্ভব নয় বলে সমাজের বিত্তবান ও প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন সোহাগের পরিবার।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড