• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নেত্রকোণায় আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ০০:৩১

নেত্রকোণায় সাংবাদিক সম্মেলন
ছবি : দৈনিক অধিকার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী ও নেত্রকোণা-৫ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুল হান্নান খান শনিবার (১৩ অক্টোবর) দুপুরে নেত্রকোণা প্রেস ক্লাবে জেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মতবিনিময়কালে মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুল হান্নান খান বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকার সারা দেশের সঙ্গে নেত্রকোণারও ব্যাপক উন্নয়ন করেছেন। এ সরকারের আমলেই একাত্তরে মানবতা বিরোধীদের আইনের আওতায় এনে বিচার করা সম্ভব হয়েছে। দেশের মানুষের আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনা দরকার।

সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তিনি আরও জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হব। বিগত দিনে এলাকার উন্নয়নে সম্পৃক্ত ছিলাম এবং আগামীতে থাকব।

মতবিনিময় শেষে সংবাদ প্রেরণের সুবিধার্থে চেয়ার, টেবিল প্রিন্টারসহ আনুষ্ঠানিকভাবে নেত্রকোণা জেলা প্রেস ক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পালের হাতে একটি কম্পিউটার তুলে দেন।

জেলা প্রেস ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রেস ক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালের পরিচালনায় প্রেস ক্লাবের তৃতীয়তলায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা মুহম্মদ আব্দুল হান্নান খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিয়র রহমান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি লে. কর্ণেল আব্দুন নূর খান, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড