• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রূপগঞ্জে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, ২২:৩৮
ছবি : রূপগঞ্জে আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল

রূপগঞ্জে দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছে।

শুক্রবার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এ প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে শনিবার (১৩ অক্টোবর) বিকালে পুরষ্কার বিতরণ করা হয়। গ্রিন ইউনিভার্সিটি ও ইউএস বাংলা এয়ারলাইনসের উদ্যোগে কাঞ্চন পৌরসভার গ্রিন ইউনিভার্সিটির মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মতিউর হানিফ জানান, সারাদেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ১১৬টি গ্রুপের অংশগ্রহণে দুই দিনব্যাপি আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট অনুষ্ঠিত হয়।

সিএসই চেয়ারম্যান ডা. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউজিসির সদস্য অধ্যাপক ড. এম. ইউসুফ আলী মোল্লা, কথাসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. কায়কোবাদ, অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির, এসিএম আইসিপিসি’র সহযোগী পরিচালক অধ্যাপক ড. আব্দুল এল হক, গ্রিনের উপউপাচার্য অধ্যাপক ড. ফৈয়াজ খান প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ জ্যামিতিক হারে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সে হিসেবে এ ধরণের প্রোগ্রামিং কনটেস্ট সময়ের দাবি। প্রতিযোগিতা করলেই বুদ্ধিমত্তার দিকটি ফুটে উঠে। তখন বোঝা যায়, প্রযুক্তিতে কে বা কারা কতটুকু এগিয়ে কিংবা পিছিয়ে।

প্রতিযোগিতায় বিজয়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌরভ সেন তন্ময়, সাফায়েতউল্লা ও জোবায়ের রহমান। দ্বিতীয় হয়েছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিকস বিশ্ববিদ্যালয়ের তাসমিম রেজা, রুহান হাবীব ও রেজওয়ান আরেফিন। তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রিতম কুণ্ড, মোহাম্মদ সোলায়মান ও জাওয়াদ আবদুল্লা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড