• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে সড়ক নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ সভা

  লক্ষ্মীপুর প্রতিনিধি

১৩ অক্টোবর ২০১৮, ২০:০১
অবহিতকরণ সভা
ছবি : লক্ষ্মীপুর সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপত্তার অবহিতকরণ সভা

লক্ষ্মীপুর সড়ক-মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও নিরাপত্তার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. শাহজাহান আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির রহমান সানি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, লক্ষ্মীপুর কমিউনিটি পুলিশিং সেল এর সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, নিরাপদ সড়ক চাই সংগঠনের জেলা শাখার সভাপতি কার্তিক সেন গুপ্ত।

সভায় বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা খাতুন, দালাল বাজার ফাতেমা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নবী, শিক্ষক বেলায়েত হোসেন প্রমুখ।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সড়কে নিরাপত্তার বিভিন্ন বিষয়সহ ট্রাফিক আইন নিয়ে আলোচনা হয়। সভা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন অতিথিরা।

এ সময় বিভিন্ন সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড