• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মানিকগঞ্জে স্কুল ভবনে আগুন

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১৬:০৬

স্কুল ভবনে আগুন
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জ শহরের শহীদ রফিক সড়কে ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বিদ্যালয়ের দুটি ভবন একেবারেই ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বেলা ১২টার দিকে টিনশেডের ভেতর থেকে এই আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে সূত্রে জানা যায়, হঠাৎ করে বিদ্যালয়ের টিনসেডের ভেতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক সাথে কাজ করে। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মিজানুর রহমান।

৮৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান বলেন, ‘অগ্নিকাণ্ডে বিদ্যালয়ের ১৫টি ক্লাসরুমসহ আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড