• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় দিনব্যাপী ‘সমন্বিত উন্নয়ন উদ্যোগ’ অনুষ্ঠিত

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, ২২:৫১
সমন্বিত উন্নয়ন উদ্যোগ
ছবি: ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কক্ষে ‘সমন্বিত উন্নয়ন উদ্যোগ’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায়, উপজেলার সকল দপ্তরের অংশগ্রহণে পূর্বভাগ ইউনিয়ন পরিষদে ‘সমন্বিত উন্নয়ন উদ্যোগ’ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, ওসি তদন্ত রঞ্জণ কুমার ঘোষ, পূর্বভাগ ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. রাফিউদ্দিন আহমেদ প্রমুখ।

এ সময় সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের তাৎক্ষণিক প্রদান যোগ্য সেবা প্রদান করা হয়। দিনব্যাপী ‘সমন্বিত উন্নয়ন উদ্যোগ’ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসউদ পারভেজ মজুমদার।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসউদ পারভেজ মজুমদার জানান, এটি একটি উদ্ভাবনী উদ্যোগ, সেবা প্রদানের জন্য জনগণের দরজায় কর্মকর্তারা আসায় কেউই সরকারি সেবার বাইরে থাকবে না। তাই আশা করছি এর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। এ বছর উপজেলার পূর্বভাগ, বুড়িশ্বর, পরতলা, গোয়ালনগর, গুনিয়াউক এই ৫টি ইউনিয়নে ৬ লাখ টাকা ব্যয়ে রাজস্ব উন্নয়ন তহবিল থেকে এ কার্যক্রম বাস্তবায়িত হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড