• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে সারাদেশে মানববন্ধন

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ১৮:২৫

মানববন্ধন
সড়ক পরিবহন আইন বাতিলের দাবিতে মানববন্ধন ( ছবি : দৈনিক অধিকার )

সড়ক পরিবহন আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থি ধারা বাতিল করার দাবিতে মানববন্ধন করেছে মটরশ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে তারা এ কর্মসূচি পালন করেন। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন...।

মেহেরপুর প্রতিনিধি

সড়ক পরিবহন আইন বাতিল করার দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। জেলার বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক রমেজ উদ্দিন, যুগ্ম সম্পাদক নজরুল ইসলামসহ আরও অনেকে।

কুড়িগ্রাম প্রতিনিধি

একই দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। জেলার স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় শ্রমিকরা ৮ দফা দাবি পূরণে সরকারকে অনুরোধ জানান।

এ সময় বক্তব্য রাখেন- বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান রাসেল, সহসাধারণ সম্পাদক নুর আমিন মিলন, ট্রাক-ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

সড়ক আইন ২০১৮ বাতিলসহ আট দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি সোহরাব হোসেন, অর্থ সম্পাদক আমির হোসেন বুলেট, জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলসহ আরও অনেকে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

মোটরযান শ্রমিক ইউনিয়ন আইন সংশোধনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন। শহরের কালীবাড়ি মোড়ে এ মানববন্ধন পালিত হয়। পরে জেলা প্রশাকের কাছে স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক এবিএম সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রমজান আলীসহ আরও অনেকে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড