• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঢাকায় ইরানি চলচ্চিত্র উৎসব শুরু ৩ নভেম্বর

  আয়াজ উর রাহমান

১৫ অক্টোবর ২০১৮, ১৫:১১
ইরানি চলচ্চিত্র সিয়ারিং সামার
ছবি : ইরানি চলচ্চিত্র

রাজধানী ঢাকায় আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ইরানি চলচ্চিত্র উৎসব। ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে এই চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

শনিবার (৩ নভেম্বর) বিকাল ৪টা থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রদর্শনী শুরু হবে এবং এই প্রদর্শনী চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানের দিন একটি চলচ্চিত্র দেখানো হলেও ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা এবং বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত দু’টি করে চলচ্চিত্র দেখানো হবে। এই চলচ্চিত্র দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।

এ দিকে, ৯ নভেম্বর থেকে দেশের ৩টি বিভাগীয় শহরে শুরু হতে যাচ্ছে ইরানি চলচ্চিত্র প্রদর্শনী। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৫ দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। ১৩ই নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড